বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করনি সেনার জাতীয় সম্পাদককে গ্রেফতার করল পুলিস

News Sundarban.com :
জানুয়ারি ২৭, ২০১৮
news-image

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তির জ্ট কাটলেও পদ্মাবতের বিরোধিতায় রাস্তায় নেমে হিংসা ছড়িয়েছে কারণি সেনা। সেই অভিযোগে শুক্রবার করনি সেনার জাতীয় সম্পাদক সুরজপাল আমুকে গ্রেফতার করল গুরুগ্রাম পুলিস।
জেরা করার জন্য প্রথ্মে আটক করা হয়েছিল সুরজপাল আমুকে, কিন্তু শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হল। সুরজপাল আমুকে ৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। বুধবার পদ্মাবতের বিরোধিতায় গুরুগ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল কারণি সেনা। শিশুদের স্কুল বাসেও হামলা চালায় তারা। পুলিসের দাবি, বিক্ষোভে উস্কানি দিয়েছেন আমু। শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোনের মাথার দামও ঘোষণা করেছিলেন এই আমু। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কেটে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। বৃহস্পতিবার আবার এক টেলিভিশন অ্যাঙ্করকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন এই ‘কীর্তিমান’ নেতা।