বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাওড়ায় সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

৬৯তম প্রজাতন্ত্র দিবসে হাওড়ায় সাড়ম্বরে পালিত হল এই দিনেটি ৷ ২৬ জানুয়ারি সকালে শিবপুর পুলিশ লাইনে জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়ার জেলাশাসক চৈতালি চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার গৌরব শর্মা, হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ কুমার লাটুয়া, হাওড়ার তথ্য ও সংস্কৃতি আধিকারিক তাপস ভাওয়াল প্রমুখ৷ এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক৷ জাতীয় সঙ্গীত পরিবেশনের পর হর্ষ ফায়ারিং, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকেও এদিন জাতীয় পতাকা উত্তোলন হয়৷ সকালে হাওড়া পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র রথীন চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন ভাস্কর ভট্টাচার্য, শ্যামল মিত্র, বাণী সিংহ রায় প্রমুখ মেয়র পারিষদ৷ হাওড়া ডিসট্রিক্ট প্রেস ক্লাব প্রাঙ্গণেও সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷ পতাকা উত্তোলন করেন সভাপতি মেঘদূত রায়৷ অন্যদিকে, হাওড়ার হৃদয়কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় লেনে বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২৩-২৬ জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ নেতাজি জয়ন্তীতে অনাথ আশ্রমের শিশুদের জামাকাপড় প্রদান করা হয়৷