শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেশ কিছু দূরপাল্লার ট্রেন থেকে টয়লেট তুলে নিল রেল

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

দূরপাল্লার ট্রেন, লালগোলা-শিয়ালদহ ও লালগোলা-কলকাতা শাখায় লোকাল ট্রেন থেকে টয়লেট তুলে নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ আর তাই প্রতিবাদে পথে নামল কংগ্রেস ৷ এর জেরে তিন সাড়ে তিন ঘণ্টার রেল যাত্রায় চূড়ান্ত সমস্যায় পড়ছেন মহিলা যাত্রীরা৷ পূর্ব রেল কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তের প্রতিবাদে বহরমপুর স্টেশনে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা৷ এমনকী চারদফা দাবি জানিয়ে বহরমপুর স্টেশন মাস্টারের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়৷ দাবি দাওয়া বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে৷ জানা গিয়েছে, লালগোলা-শিয়ালদহ ও লালগোলা-কলকাতা শাখায় ছ’জোড়া লোকাল ট্রেন চলে৷ সাধারণ যাত্রীদের অভিযোগ, ট্রেনগুলি থেকে টয়লেট তুলে দেওয়ায় তাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে৷ দীর্ঘপথে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন মহিলারা৷ এনিয়ে রেলওয়ে যাত্রী সুরক্ষা সমিতির সদস্যরা প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দরবার করেন৷ এর পরই যাত্রীদের সমস্যা মেটানোর দাবি তুলে পথে নামে কংগ্রেস৷