শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াকে বাড়তি চালের ঘোষনা- খাদ্যমন্ত্রী

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

রাজ্যের মিড ডে মিল সহ বেশ কিছু প্রকল্পের জন্য ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াকে (এফসিআই)আরও ৪৮ হাজার টন চাল দেবে রাজ্য সরকার এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, এফসিআই যে পরিমাণ চাল নিতে চাইবে, তা দিতে প্রস্তুত রাজ্য। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫৮ হাজার টন চাল এই কেন্দ্রীয় সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। আরও ৪৮ হাজার টন চাল দেওয়া হবে। ১০টি জেলায় এফসিআইকে চাল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। খাদ্যমন্ত্রী অভিযোগ, এফসিআই-এর স্থানীয় স্তরের কিছু কর্মী চাল নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে৷ বিষয়টি এফসিআই-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও দেখুন