শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্যারিস শহরে বন্যার আতঙ্কে ঘর ছাড়া মানুষজন

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

প্যারিস শহরে বন্যার আতঙ্কে শত শত বাড়ির লোকেদের সরে যেতে বলা হয়েছে এর পাশাপাশি লুভর মিউজিয়াম থেকে অমূল্য শিল্পকর্ম সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে৷ পরিস্থিতি জটিল হয় বৃহস্পতিবার যখন শিন নদীর জল তল ব্রীজের ১৮ ফুট উচ্চতা ছাড়িয়ে যায় ৷ এমনটাই চলতে থাকলে শনিবার ২০ ফুট ছাড়াবে ফলে বেশ কিছু স্মৃতি সৌধ বন্ধ করতে বাধ্য হবে৷ এই শীতেও যেভাবে বৃষ্টিপাত হয়েছে তা সাধারণ বৃষ্টিপাতের দ্বিগুণ তার জেরেই এমন বন্যা পরিস্থিতি হয়েছে৷ প্যারিস পুলিশ বিবৃ্তিতে জানিয়েছে ৩৯৫জনকে তাদের বাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই মাসেই বন্যার জন্য ফ্রান্সের সাতটি দফতরে সতর্কতা জারি হয়েছে বরফ পড়ার জন্য৷ প্রসঙ্গত, দু বছর আগে চার দিন ধরে টানা প্রবল বর্ষণের জেরে বন্যা হয়েছিল তাতে ৩৫,০০০শিল্পকর্ম নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল৷