শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চিন এয়ারফোর্সকে আরও শক্তিশালী করতে উদ্দ্যোগী

News Sundarban.com :
জানুয়ারি ২৫, ২০১৮
news-image

চিন এয়ারফোর্স লক্ষ্য নিজেদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার । এজন্যে বিমান বাহিনীতে আরও ১,০০০টি অত্যাধুনিক বিমান যোগ করা হচ্ছে। আমেরিকা ও রাশিয়ার পর চিনও এবার এই ধরনের বিমানকে নিজের সামরিক শক্তি বাড়ানোর কাজে ব্যাপকভাবে লাগানোর পরিকল্পনা নিয়েছে। চিনের এভিয়েশন কর্পোরেশন ইন্ডাস্ট্রির প্রধান ঝু কিয়ান জানান, “বিমান বাহিনীর জন্য এক হাজারের বেশি জিয়ান ওয়াই-২০ মডেলের বিমান লাগবে।” বর্তমানে চিনের এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন এই বিমান তৈরি করছে। বিমানটি ৬৬ টন বোঝা নিয়ে একটানা ৪,৫০০ কিলোমিটার পথ উড়তে পারবে। এর প্রতিটি পাখার দৈর্ঘ্য থাকবে ৫০ মিটার। এবং চিনের যেকোনও বিমানের চেয়ে এর আকার বড় হবে।
বিমানটির যে পাল্লার কথা বলা হয়েছে তার অর্থ দাঁড়াচ্ছে-চিন থেকে এশিয়া, ইউরোপ, আমেরিকার আলাস্কা, অস্ট্রেলিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে সহজেই এই বিমান পৌঁছতে পারবে। এর আগে, চিনা সামরিক বাহিনীর ‘ন্যাশনাল ডিফেন্স ইউনিভারসিটি’ এ মডেলের মাত্র ৪০০ বিমান তৈরির কথা বলেছিল।