শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়ার

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এই কম্প্ন অনুভুত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। শক্তিশালী কম্পনের পর জাকার্তায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।মার্কিন জুওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, জাভা দ্বীপপুঞ্জে এই ভূমিকম্পের উত্পত্তি স্থল। তবে, কোনও সুনামির সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া দফতর থেকে। রাস্তায় নেমে আসেন মানুষ। বহুতল হাসপাতাল থেকে রোগীদের বের করে নিয়ে আসা হয়। তবে, এখনও পর্যন্ত কোনও মৃত্যু বা আহতর খবর জানা যায়নি। ইন্দোনেশিয়ার চিলি দূতাবাসের এক কর্মী জানিয়েছেন, তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একাধিক বার কম্পন অনুভব করি। ভবন যে ভাবে কাঁপতে শুরু করেছে, সিড়ি দিয়ে নেমে আসতেই ভয় পাচ্ছিলাম। তবে, ওই কর্মী জানান, এমন ভূমিকম্প আমরা প্রয়শই অনুভব করি। প্রসঙ্গত, বিশ্বের ভূমিকম্প প্রবণ দেশগুলির মধ্য অন্যতম হল ইন্দোনেশিয়া।-২৪ঘন্টা