বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম ভারতীয় মহিলা পাইলটের হাতে MIG-21 উড়তে চলেছে

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

অবনী চতুর্বেদী ও ভাবনা কান্ত ইতিহাস তৈরি করেছেন দেশের প্রথম মহিলা ফাইটার পাইলটের হিসাবে৷ ভারতীয় বায়ুসেনার ট্রেনিং সেন্টারে তাঁদের ট্রেনিং চলছিল৷ খুব তাড়াতাড়িই তাঁদের মিকোয়ান-গারেভিচ MiG-21 বাইসনসের দায়িত্ব দেওয়া হবে৷ অন্য আর এক ফ্লাইং অফিসার মোহনা সিং কে অপারেশনাল স্কোয়াড্রন হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ ২০১৬ সালের জুন মাসে এই তিনজনকে ফাইটার পাইলটের ট্রেনিং নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার কাছে পাঠানো হয়৷ সূত্রের খবর অবনীকে সম্ভবত আর এক মাসের মধ্যেই MiG-21 বিমান ওড়াতে দেখা যাবে৷ সুরাটগড় এয়ারবেসে অবনী ইতিমধ্যেই ট্রেনিংয়ের সময় দুই সিটের MiG-21-এর কার্যকারিতার কোয়ালিফায়েড ফাইটার ইনস্ট্রাকটার (QFI) শিক্ষা নিচ্ছেন অবনী৷ আম্বালা এয়ারবেসে খুব শিগগিরই এই ট্রেনিং নিতে শুরু করবেন ভাবনা৷ এরপর আছেন মোহনা৷ তিনি কলাইকুন্ডা এয়ারবেসে হক অ্যাডভান্স ডেট ট্রেনিং নিচ্ছেন তিনি৷
অবনী, ভাবনা ও মোহনার পর মহিলাদের আরও একটি ব্যাচ ফাইটার পাইলটের ট্রনিং নিতে শুরু করবে৷ এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনায় ১ হাজার ৩৫০ জন মহিলা অফিসার রয়েছেন৷ স্থলসেনায় রয়েছেন ১ হাজার ৩০০ জন মহিলা অফিসার ও নৌসেনায় রয়েছেন ৪৫০ জন মহিলা অফিসার৷