বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ভারতীয় মৎস্যজীবী পাকিস্তানের কবলে

News Sundarban.com :
জানুয়ারি ২১, ২০১৮
news-image

সতেরোজন মৎস্যজীবী আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে পাকিস্তানের জলসীমানায় ঢুকে পড়তেই গ্রেফতার ৷ এমনটাই অভিযোগ পাক উপকূলরক্ষী বাহিনীর৷ সূত্রের খবর, সাতদিনের রিমান্ডে জেলে পাঠানো হয়েছে৷ গতকাল রাতেই পাক উপকূলরক্ষীবাহিনী এই সাত মৎস্যজীবীকে পাক পুলিশের হাতে তুলে দিয়েছে৷ অভিযোগ, আরব সাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের কারণেই নৌকাসহ তাদের মৎস্যজীবীদের বাজেয়াপ্ত করা হয়েছে৷ রিপোর্ট বলছে, গত নভেম্বর থেকে এখনও অবধি ১৮৫জনকে আটক করা হয়েছে৷ কিন্তু কেন ঘন ঘন জলসীমা লঙ্ঘন করছে ভারত? এই বিষয়ে মৎস্যজীবীরা জানাচ্ছেন, ভারতের মৎস্যজীবীদের কাছে উন্নতমানের প্রযুক্তি না থাকার কারণে তারা জলসীমানা বুঝে উঠতে পারেন না৷ সেই কারণেই বারবার জলসীমানা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে৷