বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাসন্তী,চললো গুলি,আহত ৫,মৃত১

News Sundarban.com :
জানুয়ারি ১৯, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হয়ে উঠলো বাসন্তী। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ৩নং চড়াবিদ্যায়।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু হল এক শিশুর। বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে হাজীর হয়। পুলিশের সামনেই চলে তান্ডব এমনটাই অভিযোগ আহতদের।অভিযোগ এদিন আচমকা জনা পনের যুব তৃণমূল সমর্থক মাদার কমিটির লোকজনদের বাড়ী চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে এবং এলোপাথাড়ি গুলি চালায়।চলে একাধিক বাড়ী ভাঙচুর সাথে চলে  লুঠপাট। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শিশুর। তার বুকে গুলি লাগে।  মৃত চতুর্থ শ্রেনীর ছাত্রের নাম রিয়াজুল মোল্ল্যা(১০) ।এছাড়াও গুলিতে অাহত হয়েছেন বাসন্তী থানার পুলিশ কর্মী বাণেশ্বর সিং,মাদার তৃণমূল কর্মীসমর্থক রূমেশ বেরা,বিশ্বজিত মন্ডল,উত্তম মাহাতো,। কালীপদ মন্ডলকে
ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ।আহতদের কে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গুলিতে আহতদের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় সকলকেই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে।
১)মৃত শিশু/২)রূমেশ বেরা/৩)বিশ্বজিত মন্ডল/৪)উত্তম মাহাতো/৫)কালীপদ মন্ডল