শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইস্টবেঙ্গল প্র্যাকটিসে হাজির বাগান স্ট্রাইকার

News Sundarban.com :
জানুয়ারি ১৯, ২০১৮
news-image

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর এই ফুটবলের কুরুক্ষেত্র হল ডার্বি ম্যাচ, যা বাঙালি জাতির অক্সিজেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মেগা ম্যাচের আগে শুক্রবার যুবভারতীতে একপ্রস্থ প্রস্তুতি সেরে নিল দুই পক্ষ৷ সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠে সকালে দুঘন্টা অনুশীলন করে লালহলুদ ব্রিগড৷ পরে প্রস্ততি করে মোহনবাগান৷এদিন নিজেদের প্রস্ততির নির্দিষ্ট সময়ের আগে ইস্টবেঙ্গলের প্রস্ততি দেখতে মাঠে পৌঁছে যান বাগানের নয়া বিদেশি আক্রম মোঘরাবি
নিজের কিট ব্যাগ নিয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে দিকে এগিয়ে যান মোহনবাগান নয়া স্ট্রাইকার৷ গেটে থাকা লাল-হলুদ কর্তারা বাধা দিলে তখন ভুল ভাঙ্গে মোগরাভির৷নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই ইস্টেবঙ্গেলের প্রস্ততির সময়ে মাঠে এসে পড়েছিলেন আক্রাম৷মাঠে তখন ডুডু-কাতসুমি-এডুয়ার্ডোদের জোরকদমে প্র্যাকটিস করাচ্ছেন খালিদ জামিল৷ ভুল সময়ে এসে পড়েছেন বুঝতে পেরে যুবভারতী ছাড়েন মোগরাভি৷এদিন মোহনবাগানের প্রস্তুতি করার কথা ছিল বেলা একটায়, আর মোগরাভি মাঠে এসে পৌঁছান সাড়ে এগারোটায়৷স্বভাবতই প্রশ্ন উঠছে জামিলের অস্ত্রেই জামিলকে বধ করতে এসেছিলেন কি মোগরাভি?
এর আগে অতীতে কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ দেখতে সবার অলক্ষ্য মাঠে পৌঁছে যেতে দেখা গিয়েছিল খালিদ জামিলকে৷ এমন কী খালিদের স্নায়ুর চাপ বাড়িয়ে দিতে পাল্টা মোহনবাগানকেও দেখা গিয়েছে গুপ্তচর বৃত্তি করতে৷ চলতি আই লিগে প্রাক্তন বিদেশি ক্রোমাকে সঙ্গী করে ইস্টবেঙ্গলের খেলা দেখে দেখতে যুবভারতীতে হাজির থাকার নজির রয়েছে এক সময়ের বাগানের ডেপুটি শংকরলালের৷সেই শংকরলালই এখন মোগরাভিদের বর্তমান হেডস্যার৷তাই আক্রমের এই অসময়ে প্রতিদ্বন্দ্বীর প্রস্তুতি দেখতে চলে আসা নিয়ে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে!
অবশ্য ইস্টবেঙ্গল এ বিষয়ে জল ঘোলা করতে চায়নি৷