শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ টাকার কয়েন নিয়ে RBI নতুন নির্দেশিকা জারি করল

News Sundarban.com :
জানুয়ারি ১৭, ২০১৮
news-image

দেশে কয়েন নিয়ে সমস্যা চলছেই ৷ রোজনামচার জীব্নে এই সমস্যার সম্মুখীন হ্ছে সাধারন মানুষ ৷ কয়েন অচল কী না, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ৷ এই তালিকায় রয়েছে ১০ টাকার কয়েনও ৷ ১০ টাকার কয়েনের লেনদেনে অবশ্য কোনও সমস্যা নেই ৷ সেটা ফের একবার স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক ৷ আরবিআইয়ের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, বাজারে যে সমস্ত ১০ টাকার কয়েন এখন চলছে, তা সবই আসল ৷ তাই কোনও ব্যাঙ্কই ওই কয়েনগুলো জমা নিতে অস্বীকার করতে পারে না ৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ১০ টাকার কয়েনগুলি আসল কী না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ৷ অনেকেই ১০ টাকার কয়েন একারণে নিতে রাজী নয় ৷ কিন্তু কোনও ১০ টাকার কয়েনই যে নকল নয়, সেব্যাপারে আশ্বস্ত করেছে RBI ৷ রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই অটো-রিকশা ড্রাইভার থেকে আরম্ভ করে দোকানের ব্যবসায়ীরা ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করেছেন ৷ কয়েনের বদলে ১০ টাকার নোট নিতেই তাঁরা বেশি আগ্রহী ৷ শুধু ১০ টাকাই নয়, কয়েনে যে কোনও খুচরো নিতেই এখন চাইছেন না অধিকাংশ মানুষ ৷ কিন্তু বাজারে চলা সব ১০ টাকার কয়েনই যে এখন বৈধ সে বিষয়টা স্পষ্ট করেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ বাজারে এখন ১৪ ধরণের ১০ টাকার কয়েন চলছে ৷ এক একটা কয়েন এক একরকম দেখতে হতেই পারে, কারণ ভারত সরকারের মিন্ট যখন কয়েন তৈরি করে, তখন বিভিন্ন সময়ের আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিকটাও কয়েনের মধ্যে তুলে ধরা হয় ৷ তাই বাজারে চলা সব কয়েন এক রকম দেখতে না হওয়াটাই স্বাভাবিক ৷ বাজারে বর্তমানে যে ১৪ ধরণের ১০ টাকার কয়েন চলছে, তা দেখতে আলাদা আলাদা হলেও সবগুলোই আসল বলে আশ্বস্ত করেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷