শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সারদা সহ ৪ চিটফান্ড মামলার দায়িত্বে সিবিআই-এর বিশেষ দল

News Sundarban.com :
জানুয়ারি ১৭, ২০১৮
news-image

এবার দিল্লির সিবিআই-এর স্পেশাল টিমের হাতে সারদা, রোজভ্যালি সহ ৪টি বড় চিটফান্ড মামলার দায়িত্ব।সূত্রের খবর, দিল্লি থেকে সিবিআই থেকে ৬ সদস্যের স্পেশাল ক্রাইম টিম গতকালই আসে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে৷ তবে কলকাতা এবং দিল্লির সিবিআই দল যৌথবাবে এই কাজ করবে ৷ জানা গিয়েছে, ৩২,০০০ কোটি টাকার প্রতারণা মামলা দেখবে এই বিশেষ দল৷ মোট চারটি চিটফান্ড মামলার তদন্ত চলবে৷ রাজ্যের যে সমস্ত পুলিশ আধিকারিক প্রথমে এই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখছে দিল্লি সিবিআই-এর এই বিশেষ দল৷ প্রসঙ্গত, সাংসদ কুণাল ঘোষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়ে প্রশ্ন তুলেছিলেন, কেন সারদা মামলার কাজ এত ধীর গতিতে চলছে৷ সেই সঙ্গে দিয়েছিলেন আরও বেশ কিছু রিপোর্ট৷ পিএও থেকে সিবিআই-কে তলব করা হয়৷ এর মাঝে সিবিআই থেকে বিধান নগর নর্থ থানায় বেশ কিছু রিপোর্ট চেয়ে পাঠানো হয়৷ মাসের পর মাস কেটে গেলেও সেই রিপোর্ট আসেনি বলে অভিযোগ৷পরে কিছু রিপোর্ট পাওয়া গেলেও, তাতে খুশি হয়নি সিবিআই৷ এরপরই ৩২,০০০ কোটি টাকার প্রতারণা মামলার তদন্তের জন্য দিল্লি সিবিআই স্পেশাল টিমকে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷
গতকাল রাতেই সল্টলেকের সিজিও-তে এই বিশেষ দল আসে৷ সারদা, রোজভ্যালি সহ মোট ৪টি চিটফান্ড মামলার তদন্ত যৌথভাবে করবে কলকাতা সিবিআই এবং দিল্লি সিবিআই-এর এই ছয় সদস্যের স্পেশাল টিম৷
প্রসঙ্গত, খুব শীঘ্রই সারদা কাণ্ডের ফাইনাল চার্জশীট জমা পড়ার কথা৷ অন্যদিকে, এর আগেই সিপি রাজীব কুমার সিবিআই ডিরেক্টরকে চিঠি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছিলেন৷ দিল্লি থেকে বিশেষ টিম পাঠিয়ে নিরপেক্ষ তদন্ত এবং সহযোগিতা দুদিকই বজায় রাখা যাবে বলে মনে করা হচ্ছে৷