শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তীর রামচন্দ্রখালিতে বন্ধ হল নাবালিকা বিয়ে

News Sundarban.com :
জানুয়ারি ১৭, ২০১৮
news-image

বন্ধ হল এক নাবালিকার বিয়ে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার উত্তর রামচন্দ্রখালি গ্রামে।স্থানীয় সুত্রে জানা গেছে কলাহাজরার উত্তর রামচন্দ্রখালির বাসিন্দা রাজ্জাক মিস্ত্রীর নাবালিকা কন্যা রামচন্দ্রখালি নরেন্দ্র শিক্ষা নিকেতনের দশম শ্রেণীর ছাত্রী রুকসানা মিস্ত্রীর বিয়ে ঠিক হয় পশ্চিম বাসন্তী গ্রামের বাসিন্দা মুর্শিদ জমাদারের ছেলে তোয়েব জমাদারের সাথে। বুধবার সকালে ছিল বিয়ের অনুষ্ঠান। সেই মতো অতিথীরা যৌতুক নিয়ে মেয়ের বাড়ীতে হাজীর। বর রাজবেশ পরে ইমাম সাহেবের অপেক্ষায়। নাবালিকার কন্যার সাজগোজ সব হয়ে গেছে। বিয়ে বাড়ীতে চলছে অতিথীদের অানাগোনা আনন্দের পরিবেশ। চলছে শেষ মুহূর্তের খাওয়া-দাওয়া। ইতিমধ্যে বাড়ীর সামনে পুলিশ গাড়ী অাওয়াজ।মূহুর্তের আনন্দ এক নিমেশে উধাও হয়ে নিরবতাহয়ে যায় বিয়ে বাড়ী। গাড়ী থেকে পুলিশ নেমে রাজ্জাক মিস্ত্রীর বাড়ীর মধ্যে ঢুকতেই বর তোয়েব জমাদার ও বরের বাবা মুর্শিদ জমাদার পালিয়ে যায়। মাঝপথে পুলিশের কথাশুনে ইমাম সাহেবও দৌড় লাগান বাড়ীর উদ্দ্যেশে। একে একেক সব অতিথী পালিয়ে যায়।এরপর ক্যানিং চাইল্ড লাইনের লোকজন ও বাসন্তী থানার পুলিশ নাবালিকার বাবা রাজ্জাক মিস্ত্রী ও তাঁর স্ত্রী মোরিয়াম মিস্ত্রীকে নাবালিকা কন্যা বিবাহ দেওয়া অসামাজিক কাজ এবং মারাত্মক ক্ষতিকারকের ব্যাপার বোঝালে ঐ দম্পতি নাবালিকা কন্যাকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে চাইল্ড লাইনের লোকজনের কাছে মুচলেকা লিখে দেন।
পরে অবশ্য অনেক অতিথী এসে খাওয়াদাওয়া সেরে যৌতুক নিয়ে বাড়ী ফিরে যান।