বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইজলের বিরুদ্ধে আরও একটা চ্যালেঞ্জ খালিদ জামিলের

News Sundarban.com :
জানুয়ারি ১৫, ২০১৮
news-image

মঙ্গলবার আইজলের বিরুদ্ধে আরও একটা চ্যালেঞ্জ খালিদ জামিলের৷ লিগে এখনও যে তিনটি দলের বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছে ইস্টবেঙ্গল আইজল তার মধ্য অন্যতম৷ যুবভারতীতে লিগের প্রথম ম্যাচে পাহাড়ি দলের কাছে শেষ মুহূর্তে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল৷ আইজলের মাঠ থেকে তিন পয়েন্ট পকেটে পোড়াই লক্ষ্য জামিলের৷ পাহাড়ি দলের বিরুদ্ধে স্ট্রাইকার প্লাজাকে পাওয়ার সম্ভবনা কম৷ সোমাবর প্রস্তুতিতে অবশ্য দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন প্লাজা । গার্সিয়ার অধীনে ফিজিক্যাল ট্রেনিং করেন এই ফুটবলার৷ পাশাপাশি বল পায়ে ‘ইনজুরি প্রিভেনসন’ ট্রেনিং-ও করে লালহলুদের ফুটবলাররা। বারাসতে ট্রার্ফের চেয়েও এই মাঠের টার্ফ আরও খারাপ বলে মত গার্সিয়ায়৷ এতনিতেই হালকা চোট রয়েছে আমনার৷ ফুটবলারদের চোটমুক্ত রাখতেই স্পেশ্যাল ট্রেনিং করাতে দেখা গেল প্লাজাকে৷ প্রতিপক্ষ আইজলকে সমীহ করে খালিদ বলেন, ‘ আইজল এবারের লিগে অন্যতম সেরা দল । আগের বছরের তুলনায় এবছর আরও ভাল খেলছে ওরা । এখানকার মানুষ , পরিবেশ -আবহাওয়া আমার খুব পছন্দের । অনেককিছু মনে পড়ে যাচ্ছে । একজন পেশাদার হিসেবে মানিয়ে নেওয়াই আমার কাজ । নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম , তাই কলকাতা গিয়েছি ।’ খালিদ আরও বলেন , ‘ কাল জিততে হলে আমাদের দুশো শতাংশ দিতে হবে । জেতা ছাড়া কোনও উপায় নেই।’