নারীদের মদ বেচাকেনার ওপরে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে শ্রীলঙ্কা

নারীদের মদ বেচাকেনার ওপরে বহাল থাকা ৩৮ বছরব্যাপী নিষেধাজ্ঞা তুলে দিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে এখন থেকে শ্রীলঙ্কান নারীরা মদ কেনাবেচা এবং উৎপাদনের কাজে যুক্ত হতে পারবেন। এ খবর দিয়েছে এপি। সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির অর্থমন্ত্রী মঙ্গলা সামারাবীরা এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রজ্ঞাপনে সই করেছেন। উল্লেখ্য, ১৯৭৯ সালে শ্রীলঙ্কায় নারীদের মদ কেনাবেচা ও উৎপাদনের ক্ষেত্রে কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক ব্যবসা প্রতিষ্ঠানেই এসব কাজে নারীদের ব্যবহার করা হচ্ছিলো।
বর্তমানে সরকার নিষেধাজ্ঞাটি তুলে নিলো। তবে এই সিদ্ধান্তকে রাজনৈতিক দিক থেকে ¯পর্শকাতর বিবেচনা করা হচ্ছে। কারণ মদ কেনাবেচার ব্যাপারে সরকারের এই নমনীয় দৃষ্টিভঙ্গিকে বৌদ্ধ প্রধান দেশটির নাগরিকেরা খুব ভালভাবে না ও নিতে পারে। যদিও, অনেক শ্রীলঙ্কান নাগরিকই মদ পানে আসক্ত।