বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংস্কারের পথে কল্যাণী এক্সপ্রেসওয়ে

News Sundarban.com :
জানুয়ারি ১৩, ২০১৮
news-image

কল্যাণী এক্সপ্রেসওয়ের আমূল পরিবর্তন আনছে পূর্ত দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এক লেনের কল্যাণী এক্সপ্রেসওয়েকে চার’লেন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর৷ এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংযোগ রক্ষাকারী উড়ালপুল তৈরি করা হবে বলে জানা গিয়েছে৷
এই মুহূর্তে রাস্তাটির দায়িত্বে রয়েছে কেএমডিএ৷ কিন্তু নতুনভাবে তৈরি হলেও রাস্তাটি মান নিয়ে অভিযোগ ছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট আসার পর সিদ্ধান্ত হয়, কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুনভাবে তৈরি করা হবে৷ মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর পূর্ত দফতর নতুন করে কল্যাণী এক্সপ্রেসওয়ে তৈরি করবে বলে জানা গিয়েছে৷
কল্যাণী থেকে বিরাটি পর্যন্ত ৪২ কিলোমিটার রাস্তা হবে চার লেনের৷ গোটা রাস্তাটি তৈরি করার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ১৬০০ কোটি টাকা৷ ইতিমধ্যেই পূর্ত দফতরের এই পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে মুখ্যসচিবের নেতৃত্বে থাকা প্রজেক্ট মনিটরিং কমিটি৷ কল্যাণী এক্সপ্রেসওয়েতে নতুন বেশ কিছু প্রকল্প তৈরি হতে চলেছে৷ ফলে আগামী দিনে এই রাস্তার গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে৷ তাই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুন করে তৈরি করার৷এছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংযোগ রক্ষাকারী উড়ালপুল করা হবে বলে জানা গিয়েছে৷