মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

News Sundarban.com :
জানুয়ারি ১১, ২০১৮
news-image

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট দিল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান প্রদান করা হয়৷ নজরুল মঞ্চে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পদে থাকাকালীন কোন প্রশাসনিক প্রধানকে ডি-লিট দেওয়া কেবল রাজ্যে নয় দেশেও বিরল৷ আর আগে ২০০৭ সালে জ্যোতি বসুকে সাম্মানিক ডি-লিট দেওয়া হয়েছিল৷ সেই সময় তিনি অবশ্য মুখ্যমন্ত্রী ছিলেন না৷ তবে পদে থাকাকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ২০১৪ সালে সাম্মানিক ডি-লিট দেওয়া হয়েছিল৷ প্রণব মুখোপাধ্যায়ের পর মমতাই দ্বিতীয় ব্যক্তি যাকে পদে থাকাকালীন এই সম্মান প্রদান করল শতাব্দীপ্রাচীন বিশ্ববিদ্যালয়৷
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট দেওয়ার কথা উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে৷ কিন্তু পদে থাকাকালীন কোন ব্যক্তিকে এই সম্মান প্রদান করা যায় না বলে পিছু হটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
এদিকে মুখ্যমন্ত্রীকে ডি-লিট দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ বুধবার সেই মামলার শুনানি ছিল৷ কিন্তু সেদিন মামলার কোন ফয়সলা হয়নি৷ মামলাটি দায়ের করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জুগোপাল মুখোপাধ্যায়৷