বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্বস্তিতে নয়া দিল্লি

News Sundarban.com :
জানুয়ারি ১১, ২০১৮
news-image

চলতি মাসের শেষের দিকে দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে মোদী-ট্রাম্প ,এই দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাতের সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক মহল। সাক্ষাতের সম্ভবনা প্রবল। তবে, সেই উত্তাপের মাঝে ট্রাম্প প্রশাসনের ট্র্যাভেল অ্যাডভাইজারিতে কিছুটা অস্বস্তিতে নয়া দিল্লি।
ভারত সফররত মার্কিন নাগরিকদের জন্য সতর্কিকরণে বলা হয়েছে, ভারতে ধর্ষণ এবং জঙ্গি হামলার ঘটনা বাড়ছে। বিদেশ করে বিদেশিদের ওপর হামলার ঘটনাও চোখে পড়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে। ফলে, লেহ ও লাদাখ ছাড়া বাকি জম্মু-কাশ্মীরে মার্কিন নাগরিকদের যেতে বারণ করা হয়েছে ওই নির্দেশিকায়। ভারত-পাকিস্তান সীমান্তের ১০ মাইলের মধ্যে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে।-
ট্রাম্প প্রশাসনের ট্র্যাভেল অ্যাডভাইসারিতে ভারতকে লেভেল টু-তে রাখা হয়েছে। যার মানে, ভারতে যাওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। পাকিস্তান রয়েছে লেভেল থ্রি-তে। পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের ফের ভেবে দেখতে বলা হয়েছে।-২৪ঘন্টা