বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরোর নয়া চেয়ারম্যানের পদে নিযুক্ত হলেন বিজ্ঞানী শিবান কে

News Sundarban.com :
জানুয়ারি ১০, ২০১৮
news-image

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ISRO)-র নয়া চেয়ারম্যানের পদে নিযুক্ত হলেন বিজ্ঞানী শিবান কে৷ বুধবার, এ এস কিরণ কুমারের জায়গায় এলেন তিনি৷
ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি তাকে তিন বছরের জন্য ডিপার্টমেন্ট অব স্পেস-এর সেক্রেটারি এবং স্পেস কমিশনের চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তিকরণে অনুমতি দেয়৷ বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর শিবান, কুমারের জায়গায় চেয়ারম্যানের পদে আসছেন৷ ২০১৫ সালের ১২ জানুয়ারিতে এই পদে যোগ দিয়েছিলেন কুমার৷
Madras Institute of Technology থেকে ১৯৮০ সালে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন শিবান৷ ১৯৮২ সালে বেঙ্গালুরুর IISc থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স করেন তিনি৷ ২০০৬সালে বম্বে আইআইটি থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করেন তিনি৷ ISRO-র পিএসএলভি প্রজেক্টে ১৯৮২ সালে শিবান যোগ দেন৷ বিভিন্ন রকম জার্নাল ও প্রকাশিত হয়েছে তাঁর৷ পেয়েছেন বহু পুরস্কারও৷ একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ক্ষেত্রে তিনিই ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বে যার হাত ধরে ওয়ার্ল্ড রেকর্ড করে ভারত৷