শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতায় নয়া মেট্রোর রেক

News Sundarban.com :
জানুয়ারি ৬, ২০১৮
news-image

শহর কলকাতা ভাবছে পূর্ব থেকে পশ্চিমে কবে থেকে শুরু হবে যানজটমুক্ত সেই পরিষেবা? উত্তরের অপেক্ষায় বসে রয়েছেন কলকাতা-সহ শহরতলির বাসিন্দারা৷ সেই উত্তর পাওয়ার সময় বোধহয় খুব তারাতারি আসতে চলেছে কারণ, কলকাতায় চলে এসেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম রেক৷ চলতি সপ্তাহেই রেকটিকে বেঙ্গালুরু থেকে নিয়ে আসা হয়৷ কিছুদিনের মধ্যে কাজ শুরু করবে ওই রেক৷ তবে পরীক্ষামূলকভাবে৷ ফলে রোজ যাঁদের কলকাতা বা শহরতলি থেকে নানা কাজে সল্টলেকে আসতে হয়, তাঁদের কাছে এটা সুখবরই বটে৷ বাসে বাদুরঝোলা হয়ে যাতায়াতের থেকে মুক্তি মিলবে বলেই আশা করছেন তাঁরা৷ আর তাঁদের সেই আশাকে আরও বাড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষই৷ এখনও এ বিষয়ে প্রকাশ্যে মেট্রো কর্তৃপক্ষ কিছুই বলতে চাইছে না৷ তবে তাদের সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের গড়াবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর চাকা৷ কিন্তু এখনও মেট্রোয় চড়ে চলে যাওয়া যাবে না সেক্টর-৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত৷ সেই কাজ শেষ হতে অনেক বাকি আছে৷ তাই আপাতত সেক্টর-৫ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়এছে ৷ মেট্রো সূত্রে জানা গিয়েছে, সেক্টর-৫ থেকে ফুলবাগান পর্যন্ত পুরোটাই উড়ালপুলের মাধ্যমে মেট্রো যাতায়াত করবে৷ এর মধ্যে সাতটি স্টেশন থাকছে৷ এই সাতটি স্টেশনের মধ্যে দু’টি অবশ্যই সেক্টর-৫ ও ফুলবাগান৷ আর সেক্টর-৫-এর দিক থেকে ফুলবাগানের দিকে আরও পাঁচটি স্টেশন হল- করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার-১, বেঙ্গল ফার্মাসিউটিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম
যদিও শেষপর্যন্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে এখনও প্রশ্ন চিহ্ন আছে৷ কারণ, শুরু থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ নানা বাধার সম্মুখীন হচ্ছে৷ ২০০৯ সালে ওই কাজ শুরু হয়েছে৷ ২০১৬ সালের মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল৷ কিন্তু নির্ধারিত সেই সময়ে কাজ শেষ হয়নি৷ তার পর কেটে গিয়েছে আরও দু’বছর৷ এখনও কাজ চলছে৷ ফলে এখন দেখার এ বছর আংশিকভাবে হলেও কলকাতার পূর্ব থেকে পশ্চিমে মেট্রোর চাকা গড়ায় কি না!