শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দমদম বিমানবন্দরে ঝুঁকি কমাতে বসল নয়া যন্ত্র

News Sundarban.com :
জানুয়ারি ৫, ২০১৮
news-image

ঘন কুয়াশার কারণে বিমান অবতরণের সমস্যা মেটাতে দমদম বিমানবন্দরে বসানো হল বিশেষ যন্ত্র৷ নয়া এই যন্ত্র ব্যবহারে ঘন কুয়াশার মধ্যেও বিমান অবতরণ সহজ হবে৷ ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে বসানো হয়েছে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম ক্যাটাগরি থ্রি-বি নামের এই যন্ত্র৷
এটি দমদম বিমানবন্দরের মূল রানওয়ের রাজারহাটের দিকে বসানো হয়েছে৷ এর ফলে এখন থেকে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে এলেও বিমান ওঠানামা করতে পারবে৷ এতদিন দৃশ্যমানতা ৩৫০ মিটার থাকলে বিমান ওঠানামা করতে পারত বলে জানা গিয়েছে৷ নয়া এই যন্ত্র বসিয়ে বিমানবন্দরে যাবতীয় পরীক্ষা করা হয়ে গিয়েছে৷ সফলভাবে এটি বসানো গিয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে৷