শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কেপটাউনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট

News Sundarban.com :
জানুয়ারি ৫, ২০১৮
news-image

শুক্রবার থেকে কেপটাউনের নিউল্যান্ডস মাঠে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট। তিন টেস্ট সিরিজের মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে আইসিসির টেস্ট র‌্যািঙ্কিংয়ের শীর্ষ দুই দলের দ্বৈরথ। এই মহারণের সম্ভাব্য গতিপ্রকৃতি নিয়ে ক্রিকেট বিশ্বে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে ব্যাটিংটাই সিরিজের ভাগ্য নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে বলে মনে করছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রি। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে এমনই মত প্রকাশ করেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। তিনি বলেন, যারা ভাল ব্যাটিং করবে তারাই সিরিজটা জিতবে। তবে বোলিংকেও গুরুত্বপূর্ণ মানেন তিনি। কিন্তু সিরিজের ভাগ্য ঠিক করে দেবে দুদলের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের হয়ে ৮০ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে শাস্ত্রীর। নিজের ক্যারিয়ারের শেষ তিনটি টেস্ট তিনি খেলেছিলেন।