শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ড্রোন শুধু দেশকে নয় এবার মৃত্যুমুখ থেকে রোগীকে বাঁচাবে

News Sundarban.com :
জানুয়ারি ৪, ২০১৮
news-image

সীমান্তে শত্ত্রু উপর নজর রেখে দেশকে রক্ষা করে ড্রোন, কিন্তু এবার শুধু দেশ নয়৷ মৃত্যু মুখে থাকা রোগীদের ওষুধ এবং রক্ত দিয়ে বাঁচিয়ে তুলবে ড্রোন৷ ক্যালিফোর্নিয়ার জিপলিন সংস্থার সঙ্গে রাওয়ানদানের স্বাস্থ্যমন্ত্রক গাঁটছড়া বেঁধে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এই ড্রোনটি কাজ শুরু করেছে৷
জীবন বাঁচাবে এই ড্রোন৷ কিন্তু কিভাবে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তুলবে এই ড্রোন? দেশের প্রত্যন্ত গ্রামের হাসপাতালগুলিতে জীবনদায়ী ওষুধ কিংবা রক্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়না সবসময়৷ এরফলে সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পরেন রোগীরা৷ অ্যাম্বুলেস নিয়েও সবসময় ঢোকা যায় না সেই সমস্ত দুর্গম রাস্তা দিয়ে৷ তাই ডাক্তাররা চেষ্টা করেও পর্যাপ্ত ওষুধ কিংবা রক্তের অভাবে রোগীদের বাঁচাতে পারেন না৷ সেই সমস্যারই মোকাবিলা করবে এবার ড্রোন৷ যা যেকোনও দুর্গম জায়গায় প্রয়োজনীয় ওষুধ নিয়ে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে৷
গবেষকেরা জানাচ্ছেন, মাত্র ১৫ থেকে ৪৫মিনিটের মধ্যে গন্তব্য স্থানে পৌঁছে যাবে ড্রোনটি৷ যা রাস্তায় গাড়ির থেকে প্রায় ৮০শতাংশ স্পিডে গন্তব্যস্থলে পৌছে যাবে৷ এরপরই ড্রোন থেকে নেমে আসবে প্যারাসুট৷ সেই প্যারাসুটেই থাকবে ওষুধ৷ হাসপাতালের কর্মীরা সেই ওষুধ নিয়ে নিতেই আবার গন্তব্যস্থলে ফিরে যাবে ট্রাম্পটি অন্য হাসপাতালে যাত্রা শুরু করবে সেই ড্রোন৷