শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত-ইজরায়েল এবার একজোট গবেষণায়

News Sundarban.com :
জানুয়ারি ৩, ২০১৮
news-image

সাইবার সিকিউরিটি ও মহাকাশ গবেষণায় এবার একজোট কাজ করবে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ও ইজরায়েল স্পেস এজেন্সি(আইএসএ)৷বুধবার বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টারে এসেছিলেন আইএসএ-র ডিরেক্টর৷
তাঁর সঙ্গে বৈঠকেই দু’দেশের মহাকাশ গবেষণায় পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বিষয়ে কথাবার্তা হয়৷এই একই দিনে মহাকাশে তাদের তৃতীয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল পাঠিয়েছে ইসরো৷
চারদিনের ভারত সফরে এসেছিলেন আইএসএয়ের ডিরেক্টর অভি ব্লাসবার্গার ও ইজরায়েলের বিজ্ঞান-প্রযুক্তি ও মহাকাশ বিষয়ক মন্ত্রী অফিয়ার আকুনিস৷ তাদের এই সফরের উদ্দেশ্য ছিল সাইবার সিকিওরিটি, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা৷বিজ্ঞান ও প্রযুক্তিতে দু’দেশ একজোট হয়ে কাজ করলে বৃদ্ধি পাবে মেধা সম্পত্তি৷আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড: হর্ষবর্ধণ.