বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জাদেজা

News Sundarban.com :
জানুয়ারি ৩, ২০১৮
news-image

ভারতীয় সমর্থকদের জন্য সুখবরের পাশাপাশি দুঃসংবাদও উড়ে এল বুধবার, গোড়ালির চোট সারিয়ে শিখর ধাওয়ানের ম্যাচ ফিট হয়ে ওঠা যদি ভাল খবর হয়, তবে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে রবীন্দ্র জাদেজার হাসপাতালে ভর্তি হওয়া খারাপ খবর নিশ্চিত৷ ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে ধাওয়ানের সুস্থতা ও জাদেজার আসুস্থতার কথা জানানো হয়৷ গত দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন জাদেজা৷ বিসিসিআই-এর মেডিকেল টিম ২৪ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখেলও স্থানীয় মেডিকেল দলের সঙ্গে আলোচনার পর জাদেজাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়৷ আশা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন৷ ম্যাচের দিন সকালে কতটা সুস্থ থাকবেন, তার উপর নির্ভর করছে জাদেজার প্রথম টেস্টের দলে থাকা৷
শিখর ধাওয়ান অবশ্য ইতিমধ্যেই গোড়ালির চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন৷ প্রথম টেস্টের দলে থাকতে কোনও অসুবিধা নেই তাঁর৷ প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছিল, কেপ টাউনে মুরলী বিজয়ের সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল৷ ধাওয়ান ম্যাচ ফিট হয়ে ওঠায় সমীকরণটা পুনরায় বদলাতে হবে টিম ম্যানেজমেন্টকে৷ বিজয়ের সঙ্গে ধাওয়ানকেই ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যেতে পারে৷