মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলার কৃষকরা যা পারেন তা অন্য কেউ পারে না: মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
জানুয়ারি ২, ২০১৮
news-image

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলায় মাটি তীর্থে মাটি উৎসবের উদ্বোধন করলেন ৷ কৃষির উন্নয়নের লক্ষ্যে এই মাটি উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে মাটি উৎসবের মঞ্চে দাঁড়িয়ে প্রায় ৭২টি নতুন প্রকল্পের শিলান্যাস ও ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে মাটি উৎসবের উদ্বোধন করে বর্ধমান মেডিক্যাল কলেজ ঢেলে সাজানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ বর্ধমানে প্রায় ২১ লক্ষ হেক্টর জমিতে শস্যবিলের আওতায় আনা হবে বলেও জানান তিনি৷ কৃষিজমির সব খাজনা মকুব করা হবে বলেও এদিন বড়সড় চরম দেন মমতা৷ জেলার ১০৩ জন কৃষককে কৃষকসম্মান দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার কৃষকরা যা পারেন তা অন্য কেউ পারে না৷ বাংলার কৃষকরা সবচেয়ে সুখে আছেন৷ আমরা কথা কম বলি, কাজ বেশি করি৷ সিঙ্গুরের দিকে তাকিয়ে দেখুন, ওখানে এখন সোনার ধান ফলছে৷’’ এদিন কৃষকদের মন পেতে গুচ্ছ আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ বন্যায় যাদের জমি ভেসেছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি৷
এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে মাটি ভিড় জমান হাজার হাজার মানুষ৷ উৎসব প্রাঙ্গণে কৃষি ও কৃষি সংক্রান্ত বিভিন্ন দফতরের স্টলেও ভিড় জমান বহু মানুষ৷ ষষ্ঠ মাটি তীর্থ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয় ডিসেম্বর মাসেই৷এই উৎসব প্রথমে পানাগড়ে অনুষ্ঠিত হলেও ২০১৬ সালে একটি স্থায়ী জায়গা তৈরি করা হয় কালনা রোডের পাশে৷ এই স্থানটি এখন মাটি তীর্থ নামেই পরিচিত৷