শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চেনা পিচে নতুন ইনিংস আশিসের

News Sundarban.com :
জানুয়ারি ২, ২০১৮
news-image

জাতীয় দলে থাকার সময়ই আশিস নেহেরা বার বার বলতেন, টিম ইন্ডিয়ার তাঁর ভূমিকা কেবল সিনিয়র বোলারের নয়৷ বরং অনেক বেশি করে জুনিয়রদের গাইড বা মেন্টরের৷ তিনি এটাও বলেছিলেন যে, খেলা ছাড়ার পর সম্ভব হলে জাতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসাবে কাজ করতে চান৷ অান্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ক’দিন আগেই৷ ধারাভাষ্যকার হিসাবে আত্মপ্রকাশ করেছেন তার পরেই৷ এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন নেহেরা৷ যদিও অচেনা পিচে নতুন ইনিংস শুরু করতে হচ্ছে না আশিসকে৷ জাতীয় দলে খেলার সময় বেসরকারিভাবে যে দায়িত্ব পালণ করতেন তিনি, সেটাতেই সরকারি সিলমোহর লাগিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ আসন্ন আইপিএলে নেহেরাকে দেখা যাবে আরসিবি-র সাপোর্ট স্টাফ হিসাবে৷ আইপিএল নিলামের আগে আরসিবি ফ্র্যাঞ্চাইজির তরফে সাপোর্ট স্টাফ নিয়োগের পদ্ধতি সম্পন্ন করা হয়৷ হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরির অধীনে সাপোর্ট স্টাফের দলে নতুন সংযোজন বোলিং কোচ তথা পেসারদের মেন্টর আশিস নেহেরা৷
একা নেহেরাই নন, আরসিবি-র কোচিং স্টাফের তালিকায় যুক্ত হতে চলেছে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের অভিজ্ঞতাও৷ কোহলি-নেহেরাদের প্রাক্তন কোচকেও দেখা যাবে আরসিবি-র ডাগআউটে৷
আইপিএলে কার্স্টেনের এটা দ্বিতীয় ইনিংস হতে চলেছে৷ প্রথম দফায় দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে তিন বছরের কোচিং মেয়াদ শেষ হয়েছিল ২০১৫ সালে৷ ৫০ বছর বয়সী গ্যারি এই মুহূর্তে হোবার্ট হারিকেনস-এর কোচ হিসেবে বিগ ব্যাশ লিগে ব্যস্ত৷