বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গঙ্গাসাগর মেলা উপলক্ষে একগুচ্ছ বিশেষ ট্রেন ঘোষণা করল পূর্ব রেল কর্তৃপক্ষ

News Sundarban.com :
জানুয়ারি ২, ২০১৮
news-image

গঙ্গাসাগর মেলার জন্য একগুচ্ছ বিশেষ ট্রেন ঘোষণা করল পূর্ব রেল কর্তৃপক্ষ৷ গঙ্গাসাগর মেলার কথা বিবেচনা করেই এই বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে৷ রেল সূত্রে খবর, আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ১১টি গ্যালপিং বিশেষ ট্রেন চালানো হবে শিয়ালদহ দক্ষিণ শাখায়। দু’টি নিয়মিত লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হবে বলেও জানিয়েছে৷
পূর্ব রেল সূত্রের খবর, ১২ জানুয়ারি শিয়ালদহ-নামখানার মধ্যে চালানো হবে দু’টি গ্যালপিং লোকাল ট্রেন। তিনটি বিশেষ ট্রেন চলবে নামখানা-শিয়ালদহের মধ্যে। দু’টি বিশেষ ট্রেন চালানো হবে কলকাতা-নামখানার মধ্যে। একটি চলবে নামখানা-লক্ষ্মীকান্তপুরের মধ্যে। ওই দিন আরও একটি বিশেষ ট্রেন চালানো হবে লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহের মধ্যে। ১৩ জানুয়ারিও বিশেষ ট্রেন চালানো হবে আগের দিনের মতোই। বিশেষ ট্রেন চালানো হবে ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারিতেও। এছাড়াও, আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি ৩৪৯৮১ কাকদ্বীপ-লক্ষ্মীকান্তপুর লোকালটিকে শিয়ালদহ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তেমনই ১৫ জানুয়ারি ৩৪৯২৩/৩০৭১১ নামখানা-লক্ষ্মীকান্তপুর-বালিগঞ্জ লোকালকে শিয়ালদহ পর্যন্ত নিয়ে যাওয়া হবে।