বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বালোচিস্তান থেকে গ্রেফতার করা হয়নি কুলভূষণকে, দাবি বালোচ নেতার

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৭
news-image

বালোচিস্তান থেকে গ্রেফতার করা হয়নি কুলভূষণ যাদবকে। কুলভূষণের সঙ্গে মা ও স্ত্রীয়ের সাক্ষাৎ নিয়ে বিতর্কের মাঝেই বালোচ নেতা হারবায়ার মারি-র এই মন্তব্যকে ঘিরে নতুনভাবে বিতর্কের দানা বাঁধল। তিনি বলেন, বালোচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়নি কুলভূষণকে। ভারতের দাবিকে সত্য বলে আখ্যা দিয়ে মারি বলেন, ইরান থেকে কুলভূষণকে অপহরণ করে পাকিস্তানি সেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। বালোচিস্তানে পাকিস্তান বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে।

তবে এবার কুলভূষণ যাদব ইস্যুতে ভারতকে সরাসরি সমর্থন করলেন বালোচ নেতা হারবায়ার মারি। পাকিস্তান বরাবর দাবি করে এসেছে, কুলভূষণ বালোচিস্তানে থেকে ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। সেই দাবি নাকচ করে ভারতের দাবি, ইরানের তেহরানে ব্যবসার কাজে গিয়েছিলেন কুলভূষণ। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। ভারতের দাবিকে সত্য বলে উল্লেখ করে মারি অারও বলেন, তেহরান থেকে কুলভূষণকে অপহরণ করে পাকিস্তানের মদতপ্রাপ্ত ধর্মীয় চরমপন্থীরা। তারপর তারা পাকিস্তানি সেনার হাতে তুলে দেয় প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে।