শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে মুক্তির ছাড়পত্র পেল ‘পদ্মাবতী’

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৭
news-image

অবশেষে মুক্তির ছাড়পত্র পেল ‘পদ্মাবতী’। তবে ছবির নামবদল ও কয়েকটি দৃশ্য বাদের শর্তে সঞ্জয়লীলা বনশালির ছবিকে UA শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিল সেন্সর বোর্ড।
নাম বদলে ‘পদ্মাবতী’-কে মুক্তির অনুমতি দিল সেন্সর বোর্ড। সম্ভবত ছবিটির নাম হতে পারে ‘পদ্মাবত’। ছবিতে সতী প্রথাকে সমর্থন জানানো হচ্ছে না বলেও জানাতে হবে। পাশাপাশি ঘুমর গানেও কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত মানার পরই মুক্তিতে আর কোনও বাধা থাকবে না। কেন এই নামবদল? ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, জইশির ‘পদ্মাবত’ কবিতা থেকে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালি। পদ্মাবতীকে নিয়ে বিতর্কের পর আর তাই ঝুঁকি নিতে চায়নি সেন্সর বোর্ড। জটিলতা কাটাতে জইশির কবিতার নামেই ছবিটির নামকরণ করার সিদ্ধান্ত। ২৮ ডিসেম্বর বৈঠকে বসে কেন্দ্রীয় ফিল্ম শংসায়ন বোর্ডের কমিটি। তবে ছবিটির নাম বদলে যেতে চলেছে। সিবিএফসি জানিয়েছে, ছবির নির্মাতা ও সমাজের কথা ভেবে কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। সিবিএফসি-র বিশেষ প্যানেলে ছিলেন উদয়পুরের অরবিন্দ সিং, ডাক্তার চন্দ্ররমণি সিং ও জয়পুরের অধ্যাপক কেকে সিং।