মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেলা শেষএ সাফাই অভিযানে নামল বিশ্বভারতী কর্তৃপক্ষ

News Sundarban.com :
ডিসেম্বর ২৯, ২০১৭
news-image

আজ ২৯ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনের পৌষমেলা সমাপ্তি৷ঘোষণা করা হয়েছিল কাল সন্ধ্যা থেকেই৷ পরিবেশ আদালতের রায়ে মেনে ছদিনেই শেষ হয়েছে পৌষ মেলা৷ মেলা শেষ হওয়ার পরপরই মেলা প্রাঙ্গণে আবর্জনা পরিষ্কারের নেমে পড়েছে বিশ্ব ভারতীর উপাচার্য ও পরিবেশবিদরা৷ আজ ঝাড়ু হাতে পরিবেশবিদ সুভাষ দত্ত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন কুমার দত্ত শান্তিনিকেতনের পৌষ মেলা প্রঙ্গণে সাফাই অভিযানে নামেন৷
পরিবেশ আদালতের রায়ে মেনে মেলার দিন পরিবর্তন হয়েছিল৷ দূষণ নিয়ন্ত্রণ উদ্দেশ্য নান উদ্যোগ নিয়েছিল শান্তিনিকেতন পৌষমেলা ট্রাস্টি৷
দূষণের কথা মাথায় রেখে তাই ঝাড়ু হাতে সকাল থেকেই নেমে পড়লেন বিশ্ব ভারতীর উপাচার্য ও পরিবেশবিদ উপাচার্য স্বপন কুমার দত্ত জানান, ‘‘মেলার মাঠ আমাদের সম্পদ৷ তাই মেলার মাঠকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের৷’’