শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে ঘুষের পক্ষে বললেন এক মন্ত্রী

News Sundarban.com :
ডিসেম্বর ২৬, ২০১৭
news-image
এম এ আহাদ শাহীন:
বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নয়, মন্ত্রীরাও দুর্নীতি করেন। ঈদে বলেছি, আপনারা ঘুষ খাবেন; তবে সহনশীল মাত্রায় খান। ঘুষ খাবেন না, এটি বলার সাহস আমার নেই।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার ওপর এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্তদের ল্যাপটপ ও সনদ বিতরণ করেন।
শিক্ষামন্ত্রী অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠান পরিদর্শনের পর ঘুষের বিনিময়ে প্রতিবেদন দেয় অধিদপ্তরের লোকজন। স্কুল পরিদর্শনে গেলে খাম রেডিই থাকে। উনারা খেয়ে দেয়ে খাম নিয়ে এসে রিপোর্ট দেন।
ঘুষ নিয়ে প্রথমে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও একপর্যায়ে মন্ত্রী বলেন, আপনাদের অনুরোধ করেছি, আপনারা ঘুষ খান; কিন্তু সহনীয় হয়ে খান। কেননা আমার সাহসই নেই বলার যে, ঘুষ খাবেন না। তা অর্থহীন হবে। ঘুষের ব্যাপকতা কতটা ছড়িয়েছে তার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘নানা জায়গাই এমন হয়েছে, খালি যে অফিসাররা চোর তা না; মন্ত্রীরাও চোর। আমিও চোর। এ জগতে এমনই চলে আসছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে।’