শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যন্ত সুন্দরবনে “দাতাকর্ণ”

News Sundarban.com :
ডিসেম্বর ২৫, ২০১৭
news-image

সুভাষ চন্দ্র দাশ

অনেকে অামরা ছোট বেলায় বাবা-মা কিংবা শিক্ষক মশাই এর কাছে রামায়ন,মহাভারতের অনেক গল্প শুনেছি। সেই প্রাচীন  মহাকাব্য মহাভারতেই “দাতা” হিসাবেই উজ্জ্বল ভাবে উল্লিখিত রয়েছে কর্ণের নাম।
বর্তমানে প্রত্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘে খাওয়া দুঃস্থ পরিবার গুলির পাশে দাঁড়িয়ে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তা এক কথায় মহাভারতের “দাতাকর্ণ” নামেই পরিচিত অসহায় সহায় সম্বলহীন পরিবার গুলির কাছে। ইনি প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর শিবগঞ্জের একজন আদর্শ শিক্ষক,সমাজসেবী তথা বাসন্তী চম্পা মহিলা সোসাইটি কর্ণধার অমল নায়েক।
অমলবাবু শিক্ষকতার পাশাপাশি দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্য করাটাই জীবনের আদর্শ হিসাবে বেছে নিয়েছেন । সে কারোর সহযোগিতায় হোক কিংবা নিজ উদ্যোগেই হোক না কেন। এহেন অমল বাবু রবিবার দুপুরে সুন্দরবনের ঝড়খালি এলাকায় বাঘে খাওয়া পরিবারের পাশে দাঁড়িয়ে অভিনেতা জ্যাকের সহযোগিতায় শতাধিক পরিবারের মহিলাদের  হাতে চাল,ডাল,তেল,সোয়াবিন তুলে দিলেন।
হত দরিদ্র পরিবার গুলির কাছে জানা গেছে অমল নায়েক তাঁদের কাছে দেবদূত। অমল বাবু তাঁদের পাশে না দাঁড়ালে তাঁদের বেঁচে থাকাটাই বড়ই বেদনা যন্ত্রণা দায়ক হয়ে উঠতো।