শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকে রাজনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হল কৃষিমেলা

News Sundarban.com :
ডিসেম্বর ২৩, ২০১৭
news-image

ঝোটন:

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে মাটি, কৃষি, উদ্যানপালন, মত্স্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণিসম্পদ মেলা শুরু হল নামখানা ব্লকে রাজনগর স্কুলের মাঠে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর‌্যন্ত তিনদিন এই মেলা চলবে। এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, কৃষি দফতরের প্রতিনিধি কাজল বন্দ্যোপাধ্যায়, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমন্ত মালি, তণমূল কংগ্রেসের জেলাপরিষদের সদস্য অখিলেশ বারুই প্রমুখ ব্যক্তিবর্গ। অখিলেশ বারুই কৃষি প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কৃষিমেলা উদযাপন করেছি। কৃষকদের কৃষিকাজের উপর আরও আত্মবিশ্বাষ ও দক্ষতা দিতে আমাদের এই প্রচেষ্টা। আশারাখি প্রত্যেক বছর আমরা এই রকম কৃষিমেলা কৃষকদের সামনে উপস্থাপন করতে পারব। ব্লকের বিভিন্ন প্রান্তের কৃষকরা ছাড়াও, সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।