বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫ বছর সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সন্তানের জন্ম

News Sundarban.com :
ডিসেম্বর ২২, ২০১৭
news-image

২৫ বছর সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সন্তানের জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের এক নারী। এটাই সবচেয়ে বেশি সময় সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সন্তান জন্ম দেওয়ার ঘটনা। এর আগে ২০ বছর সংরক্ষিত একটি ভ্রূণ থেকে এক শিশুর জন্ম হয়। এবার সেই রেকর্ড ভেঙে গেল।

ভারতের এবিপি আনন্দের খবরে জানানো হয়, ১৯৯২ সালের ১৪ অক্টোবর ওই ভ্রূণটি সংরক্ষণ করা হয়। সেই ভ্রূণ থেকেই সন্তানের জন্ম দিলেন টিনা গিবসন নামে এক নারী। তার স্বামী বেঞ্জামিন গিবসন সিস্টিক ফাইব্রোসিস রোগে ভুগছেন। ফলে টিনার পক্ষে সন্তানের জন্ম দেওয়া সম্ভব হয়নি।

তারা এর আগে কয়েকটি সন্তান দত্তক নেন। তবে টিনা সন্তানের জন্ম দিতে চাইছিলেন। সেই কারণে এ বছরের ১৩ মার্চ তিনি ভ্রূণ দান কেন্দ্র থেকে ভ্রূণটি নেন। ২৫ নভেম্বর কন্যাসন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয়েছে এমা রেন গিবসন। সে সুস্থই আছে।