শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন কাপ চ্যাম্পিয়ান হল সোনাখালি সুন্দরবন সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি

News Sundarban.com :
ডিসেম্বর ২২, ২০১৭
news-image

সুভাষ চন্দ্র দাশ :

একদিকে ডাঙায় বাঘ অন্যদিকে জলে কুমীর । সুন্দরবন অধুষ্যিত অঞ্চলের মানুষজনদের কে বেশীর ভাগ ক্ষেত্রেই জীবিকা নির্বাহের জন্য সুন্দরবন গভীর জঙ্গলে মাছ কাঠ মধু সংগ্রহ করতে হয়।খেলা দেখার কিংবা খেলা দেখার সময় নেই। সেই সুন্দরবন মানুষের কথা মাথায় রেখে এবং ফুটবল খেলাকে জনপ্রিয়তার শিখরে তুলে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২০১২ সালে নিজ ঊদ্যোগে শুরু করেন সুন্দরবন কাপ। চলতি ২০১৭ ব্লকে সুন্দরবন কাপ শুরু হয়েছে ১৪ডিসেম্বর। এই খেলায় ৫মহিলা ফুটবল টীম ও ৫৮টি পুরুষ টীম অংশ গ্রহন করে। বৃহষ্পতিবার বিকালে ব্লকের সুন্দরবন কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মসজিতবাটী পার্বতী হাইস্কুল মাঠে। এদিন ফাইনাল খেলায় বাসন্তীর সোনাখালি সুন্দরবন সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি ২-০ ফুলমালঞ্চ নবজ্যোতি সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। ম্যান অফ দ্যা ম্যাচ হন আসিদুল মোল্যা। খেলাশেষে থানার পক্ষ থেকে চ্যাম্পিয়ান দলের হাতে পুরষ্কার তুলে দেন রাম প্রসাদ হালদার।
উল্লেখ্য ২০১৩ সালে সুন্দরবন কাপ জয়ী দলের সেরা গোলকিপার আলামিন লস্কর ও বর্তমান চ্যাম্পিয়ান দলের অন্যতম গোলকিপার।

আরও দেখুন