বিরোধী দল হিসেবেও আমরা চাইনি তাঁরা জেলে যাক: মনমোহন সিং

সঠিক কোনও প্রমাণ ছাড়াই ইউপিএ সরকারের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে। টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়কে স্বাগত জানিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পাটিয়ালা হাউস কোর্টে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই। এক লাইনের রায়ে তাঁদের বেকসুর খালাস ঘোষণা করেছেন বিশেষ সিবিআই বিচারক ওপি সাইনি।রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি।’ আদালত আরও জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই।
আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিংয়ের দাবি, ‘সঠিক কোনও প্রমাণ ছাড়াই ইউপিএ সরকারের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে। আদালতের রায়তে স্বাগত।’ মনমোহন আরও বলেছেন, ‘আমি দম্ভ করতে চাই না। আদালতের রায়কে সম্মান করতে হবে। আমি গর্বিত, কারণ আদলত স্পষ্টতই তা জানিয়ে দিয়েছে। বিরোধী দল হিসেবেও আমরা চাইনি তাঁরা জেলে যাক।’