শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিয়ানমারে ঢোকার অনুমতি মিলছে না জাতিসংঘের প্রতিনিধির

News Sundarban.com :
ডিসেম্বর ২১, ২০১৭
news-image

জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী ইয়াংহি লিকে মিয়ানমারে প্রবেশ করতে দিবে না বলে জানিয়েছে দেশটির সরকার। এক বিবৃতিতে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ র্যা পোর্টিয়ার লি বলছেন, মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাকে আর সহায়তা করবে না।

তিনি বলেন,তাকে মিয়ানমারে ঢোকার অনুমতি না দেয়ার মধ্য দিয়ে ‘এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাখাইন প্রদেশে নিশ্চয় শোচনীয় কোন ঘটনা ঘটছে।’

আগামী মাসে ইয়াংহি লির মিয়ানমার যাওয়ার কথা ছিল। ওই সফরের সময় রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনসহ মিয়ানমারের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করার কথা ছিল।

গত আগস্টে মিয়ানমারে রাখাইনে পুলিশের চৌকিতে হামলার প্রেক্ষিতে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। যারা এখানে বাংলাদেশের অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছে।