শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ জানুয়ারি থেকে রোজ মহার্ঘভাতা সংক্রান্ত মামলার শুনানি

News Sundarban.com :
ডিসেম্বর ২০, ২০১৭
news-image

সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা পাওয়ার আইনত অধিকার আছে কি না-তা খতিয়ে দেখতে চায় বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি দেবাশিস করগুপ্ত জানান, ৯ জানুয়ারি বিকেল ৩টে থেকে রোজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার শুনানি হবে।
বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন, কারণ, মহার্ঘভাতা সংক্রান্ত মামলাটি গত বছর নভেম্বর মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (স্যাট) দায়ের হয়। ফেব্রুয়ারি মাসে স্যাট জানিয়ে দেয়, মহার্ঘভাতা দেওয়ার ব্যাপারটা সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। তাই, হাইকোর্ট দেখে নিতে চায়, সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা পাওয়ার আইনত অধিকার আছে কি না।

মহার্ঘভাতা সংক্রান্ত মামলা নিয়ে স্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলাটি করেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পদক মলয় মুখোপাধ্যায়।