শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্ভবত আগামী ২৫শে ডিসেম্বর শপথ নিচ্ছে গুজরাটের নতুন সরকার

News Sundarban.com :
ডিসেম্বর ২০, ২০১৭
news-image

খুব সম্ভবত আগামী ২৫শে ডিসেম্বর শপথ নিচ্ছে গুজরাটের নতুন সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনটিকেই ষষ্ঠবারের জন্য মন্ত্রিসভার শপথের জন্য বেছে নিতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে ১৮২টি আসনের মধ্যে ৯৯টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কড়া টক্কর দিয়ে ৮০টি আসন দখল করেছে কংগ্রেস। আগামী ২৫শে ডিসেম্বর আহমেদাবাদ অথবা গান্ধীনগরে হতে পারে শপথগ্রহণ অনুষ্ঠান ৷ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শপথের দিন ঠিকঠাক হলেও গুজরাটের আগামী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি| বিজয় রূপানি জয়ী হলেও দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কিনা, তা এখনও নিশ্চিত নয় ৷ জল্পনা চলছে চারটি নাম নিয়ে- তারা হলেন, মনসুখ মান্ডভায়া, আর সি ফালাদুর, পুরুষোত্তম রূপালা ও ভজুভাই ভালা৷