শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার আবেদন, মামলা কলকাতা হাইকোর্টে

News Sundarban.com :
ডিসেম্বর ১৬, ২০১৭
news-image

আবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন এক প্রার্থী ৷ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়ে শুক্রবার আবার মামলা হল কলকাতা হাইকোর্টে ৷ ফলে আবার মামলার জটে পড়ল এস এস সি-র নিয়োগ প্রক্রিয়া ৷ এদিন হাইকোর্টে পশ্চিম মেদিনীপুরের এক পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ তুলে অবিলম্বে নিয়োগ বন্ধ করার দাবি জানিয়েছেন ৷

ওই নিয়োগ প্রার্থীর দাবি, ইন্টারভিউ হওয়ার পর প্যানেলে নাম নেই তাঁর ৷ এর পিছনে কমিশনের যুক্তি, ওই পরীক্ষার্থীর বি এড সার্টিফিকেট নেই ৷ এতেই আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ওই পরীক্ষার্থী ৷ তাঁর বক্তব্য, ‘বি এড না থাকলে পরীক্ষায় পাশ করলাম কি ভাবে ‘? বেনিয়মের অভিযোগ তুলে অবিলম্বে নিয়োগ বন্ধ করার দাবিতে হাইকোর্টে মামলা করেছেন ওই চাকরিপ্রার্থী ৷ ফলে আরও একবার মামলার ফাঁসে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ ৷