শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ফ্রিডম অব ডাবলিন সিটি অ্যাওয়ার্ড’ প্রত্যাহার সু চি র

News Sundarban.com :
ডিসেম্বর ১৫, ২০১৭
news-image

ভোট দিয়ে ‘ফ্রিডম অব ডাবলিন সিটি অ্যাওয়ার্ডে’র তালিকা থেকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির নাম অপসারণ করেছেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা।

সু চিকে এই খেতাব দেওয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তার ফ্রিডম অব ডাবলিন পুরস্কার ফিরিয়ে দেন।

আয়ারল্যান্ডের সরকারি বার্তা সংস্থার তথ্যের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডাবলিন শহরের ৬২ জন কাউন্সিলরের মধ্যে ৫৯ জন সু চিকে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর রোহিঙ্গা নিধনযজ্ঞ শুরু করে দেশটির সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা।

উদ্ভূত পরিস্থিতিতে সু চির বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়। সারাবিশ্বেই তিনি ব্যাপক সমালোচিত হতে থাকেন।

এরপর গত নভেম্বরে সু চির ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউস কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।