মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভবনা

News Sundarban.com :
ডিসেম্বর ১৪, ২০১৭
news-image

নিম্নচাপের দাপট থেকে মুক্তি মিলেছে ক দিন আগেই। মেঘের ভ্রূকুটি আর নেই। বৃষ্টিও পাত্তারি গুটিয়েছে । সোমবার দুপুরের পর থেকে রোদের মুখ দেখেছে রাজ্য। কিন্তু এখনও শীতের দেখা নেই । বরং তাপমাত্রা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি । কিন্তু জমিয়ে শীত উপভোগ করার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে । বুধবার সকালে এমনই পূর্বাভাস দিল আবহাওয়া অফিস ।

গভীর নিম্নচাপ শীতের পথে যে কাঁটা বিছিয়ে গিয়েছিল, তার কিছুটা সরলেও, সব কটিই যে সরে গিয়েছে, তা বলা যায় না । শক্তি হারিয়ে সরে গেলেও, বাতাসে জলীয় বাষ্প রেখে গিয়েছে নিম্নচাপ । আর তার ফলেই তাপমাত্রা বেড়ে গেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা । বুধবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে যা পাঁচ ডিগ্রি বেশি । আপাতত বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃহস্পতিবার সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে ।