বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদার টেরিজা স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন প্রিয়াঙ্কা চোপড়া

News Sundarban.com :
ডিসেম্বর ১৩, ২০১৭
news-image

মাদার টেরিজা স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক ন্যায় ও অধিকারে অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। রুপোলি পর্দায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কাজ সমানে করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গিয়ে উদ্বাস্তু শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। এছাড়াও উনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে গোটা বিশ্বজুড়ে একাধিক সমাজ সেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়ার অনুপস্থিতিতে তাঁর মা এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের পরে তিনি বলেন, ‘সহানুভূতিসম্পন্ন সন্তানের মা হতে পেরে আমি গর্ববোধ করছি। আমি বিনীত ভাবে এই পুরস্কারগ্রহণ করছি। ছোটবেলা থেকেই মাদার টেরিজার অনুপ্রাণিত আমার মেয়ে। তাঁর প্রচেষ্টার জন্য এই পুরস্কারের জন্য আমি গর্বিত।