বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাকদ্বীপে অটো ও টোটোর দৌরাত্ম্যের কারণে পাঁচদিন বন্ধ বাস পরিষেবা

News Sundarban.com :
ডিসেম্বর ১৩, ২০১৭
news-image

বেআইনি অটো ও টোটোর দৌরাত্ম্যের কারণে টানা পাঁচদিন ধরে বন্ধ নামখানা থেকে কাকদ্বীপের ৮ নম্বর রুটের বাস চলাচল। এই রুটে ৯৪ নম্বর রুটের বাস চলাচল করে। কিন্তু বেশ কিছুদিন ধরে এই রুটে বেআইনি অটো, টোটো, মোটরভ্যান বেড়ে যাওয়ায় বাসে যাত্রী সংখ্যা কমছিল দিনের পর দিন। ফলে প্রতিদিনই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। এ বিষয়ে বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েও মেটেনি সমস্যা। তাই অবশেষে বাস বন্ধ রেখে বিক্ষোভ আন্দোলনের পথে নেমেছেন বাস মালিক থেকে শ্রমিক সকলেই।

২২ কিলোমিটার এই রুটে মোট ২১ টি বাস চলাচল করত। প্রতি বারো মিনিট অন্তর বাস পরিষেবা পেতেন যাত্রীরা। কিন্তু গত কয়েকমাস ধরে বেআইনি মোটর ভ্যান, জিও অটো, টোটো গাড়ির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাস মালিক থেকে শ্রমিক সকলেই। অনেকেই সেই কারণে বাস বিক্রি করে দিতেও বাধ্য হয়েছেন। শ্রমিকরা অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন। অবস্থা যা তাতে অচিরেই বন্ধের সম্মুখীন হতে চলেছে এই বহু পুরনো বাস রুট। তাই এই রুটের সঙ্গে সঙ্গে নিজেদের অস্তিত্ব বাঁচাতে পথে নেমেছেন বাস মালিক ও শ্রমিকরা।