শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গুজরাট রাজ্যে গায়ে হলুদ নিয়েই ভোট দিলেন ফেনি

News Sundarban.com :
ডিসেম্বর ১১, ২০১৭
news-image

গায়ে হলুদের পর্ব চলছিল ফেনির। গায়ে-মুখে হলুদ মাখানো, পরনে বাসন্তি রঙের শাড়ি— এই বেশেই তিনি সোজা হাঁটা লাগান ভোট কেন্দ্রের দিকে। বিয়ে হচ্ছে তো কী, তা বলে নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবেন না! তাই সকলকে অবাক করে ওই বেশেই তাই ভোট দিতে হাজির হয়েছিলেন ফেনি। ভারতের গুজরাট রাজ্যে শনিবারই প্রথম দফার ভোট হয়ে গেল। স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা এসেছেন, ভোট দিয়েছেন। ভোট নিয়েই সারাটা দিন ব্যস্ত ছিল গুজরাট। কিন্তু তার মধ্যেও সকলের নজর কেড়েছেন কাটাগ্রামের ফেনি পারেখ। আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অন্য ভোটারদের সঙ্গে তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুখে স্মিত হাসি। হাতে ভোটার কার্ডটা ধরা। আর এ ভাবেই যেন তিনি বার্তা দিতে চাইলেন, গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করা জরুরি। শুধু ফেনিই নন, এমন দৃষ্টান্তও ওই দিন ধরা পড়েছে এই রাজ্যের ভারুচের বহুমলিতে সেখানে এক নবদম্পতিকে বিয়ের পোশাকেই ভোটকেন্দ্রে হাজির হতে দেখা গিয়েছে। -এনডিটিভি, আনন্দবাজার