শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধুমপানে বাড়ছে নানা রোগ , দুশ্চিন্তা চিকিৎসকদের

News Sundarban.com :
ডিসেম্বর ৮, ২০১৭
news-image

ঘরে-বাইরে ধূমপানের কুফলের কথা জানাতে সহযোগিতা চাইল ‘অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্টস অফ ইন্ডিয়া’। মূলত চোখ-কান-গলার চিকিৎসকদের এই সংগঠনের বক্তব্য, ক্রমেই বেশিমাত্রার মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে।
শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক দ্বৈপায়ণ মুখোপাধ্যায় বলেন, “ধূমপায়ীদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে অধূমপায়ী নানা রোগে আক্রান্ত হন ৪০ শতাংশ। সেখানে ভারতে এই হিসেব প্রায় ৫২ শতাংশ। “পাবলিক প্লেসে ধূমপান নিবারণের জন্য আইনের যথাযথ রূপায়ণ হচ্ছে না বলে অভিযোগ চিকিৎসকদের।