শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে ড্রোন জব্দ, মাল্টার ১২ নাগরিক বিশেষ নজরদারিতে

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০১৭
news-image
এম এ আহাদ শাহীন:
বাংলাদেশের বাগেরহাট জেলার সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলারকোল এলাকায় বিদেশি পর্যটকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদেশি নাগরিকদের বহনকারী ‘বাংলার বন’ নামের একটি ট্যুরিজম কোম্পানির লঞ্চ থেকে ড্রোনটি জব্দ করে বন বিভাগ। এ ঘটনায় লঞ্চে থাকা দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার ১২ নাগরিককে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বাংলার বন টুরিস্ট কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ১২ জন বিদেশি নাগরিকের সুন্দরবন ভ্রমণের অনুমতি নেয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চাদপাই রেঞ্জ অফিস এলাকা দিয়ে তারা সুন্দরবনের বিভিন্ন এলাকা ভ্রমণে যান। এসময় তারা আলোরকোল এলাকায় ড্রোন উড্ডয়ন করেন। তাদের উড্ডয়নের অনুমতি না থাকায় বন বিভাগ তাদের কাছ থেকে ড্রোনটি জব্দ করেছে।
তিনি আরো জানান, বুধবার বিকেলের মধ্যে বাগেরহাট পূর্ব বন বিভাগ কার্যালয়ে ড্রোনটি হস্তান্তর করা হবে।
মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তিদের পাসপোর্ট জব্দ করা হয়নি। ট্যুর কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সুন্দরবনে ড্রোন দিয়ে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য দেখা ও ছবি ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও দেখুন