শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জিডি বিড়লার প্রিন্সিপালকে শোকজ

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০১৭
news-image

জিডি বিড়লার প্রিন্সিপালকে শোকজ করল শিশু সুরক্ষা কমিশন ৷ লাঞ্ছিতার নাম প্রকাশ করা অত্যন্ত গর্হিত অপরাধ৷ সেই অপরাধে দোষী সাব্যস্ত করল কমিশন৷
কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ঘটনাস্থলে একাধিকবার গিয়ে বিভিন্নভাবে নানা বিষয় খতিয়ে দেখেন ৷ বুধবার তিনি বলেন, “কোনওভাবেই পরিচয় প্রকাশ করা যাবে না৷ ওঁরা এই নিয়ম ভঙ্গ করেছেন৷ এটা অত্যন্ত অসংবেদনশীল আচরণ৷” জিডি বিড়লা কর্তৃপক্ষের উদ্দেশে তিনি প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন৷
এ দিন জি ডি বিড়লা কর্তৃপক্ষর সঙ্গে অভিভাবক ফোরামের বৈঠক শুরু হলে প্রথম থেকেই প্রিন্সিপালকে সরানোর দাবি তোলেন অভিভাবকরা৷ বিকেলের পর ফের উত্তেজনা দেখা দেয় জি ডি বিড়লার গেটে৷ স্কুল খোলার দাবি অভিভাবকদের একাংশের, অভিভাবক ফোরামের সঙ্গে তাঁদের তুমুল মতান্তর হয়৷ দু’পক্ষকে সামলাতে মাঝে দাঁড়িয়ে পড়ে পুলিশ৷অভিভাবক ফোরামের তরফে বলা হয়, “আমাদের দাবি থেকে সরছি না৷ একটু মানবিকতা দেখান৷ আমাদের লড়াইটা লড়তে দিন৷” জি ডি বিড়লায় লাগাতার বিক্ষোভে অভিভাবকদের আচরণে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী চট্টোপাধ্যায়৷